রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাড়ে ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি ও মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের  সামনে জেলা নাগরিক কমিটি মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ও নাগরিক কমিটির সহ সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি ও নাগরিক কমিটির সহ সভাপতি মনিরুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদৎ হোসেন,  জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, নাগরিক কমিটির সদস্য এ্যাড. মাহবুব রহমান, কবি নেহাল আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।
এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দির বহরপুরে অবস্থিত তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি একদল কুচক্রী মহল বাড়িটি দখল করার পায়তারা করে আসছে। বাড়িতে বসবাসকারি বাসিন্দারা আতঙ্করের মধ্যে দিন যাপন করছে। এসময় বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান তারা।