বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান।
দণ্ডিত নুরুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের এরফান আলী প্রামাণিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ কিছুদিন ধরে দণ্ডিত ব্যক্তি স্থানীয় ঘাঘট নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় বালু উত্তোলনের দায়ে নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে কেউ যদি বালু উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এ ধারা অব্যহত থাকবে।’