রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের বড় বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো সেলিম উদ্দিন ও পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করার অপরাধে শহরের বড় বাজারের সালমান কসমেটিকসকে ৪ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কাদেরীয়া মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে