ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ভারত মহাসাগড়ে জলদস্যুদের কবলে সিরাজগঞ্জের সন্তান নাজমুল হক হানিফ(২৩)। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নুরনগর গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। ছেলের জিম্মির খবর পেয়ে স্বজনরা বুক চাপড়িয়ে কাদঁছেন আর বিলাপ করছেন নাজমুল এর বাবা কৃষক আবু সামা শেখ মা নার্গিস বেগম তার ছেলে ও জাহাজে জলদস্যুদের কবলে পড়া সবার জন্য দোয়া প্রার্থনা করছেন। তার ছেলে এবং সকল নাবিক যেন জিম্মি দশা থেকে মুক্ত হয়ে স্বজনদের কাছে আবার ফিরে আসতে পারে। নাজমুল হক হানিফ উল্লাপাড়া উপজেলার বিএমএস টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে এসএসসি ও ২০১৯ সালে এইচএসসি পাস করে জাহাজে চাকরি নেন।

বৃহস্পতিবার (১৪ই মার্চ ২০২৪) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় সরজমিনে গিয়ে কথা হয় তাঁর
মা নার্গিস খাতুন বলেন, রাত ১১টার দিকে ছেলে ফোন দিয়ে বলে, মা আমাদের ২৩ জনকে আটকে রেখেছে। এর মধ্যে সাতজন বড় স্যার আছে। আমাদের জন্য দোয়া করো। এই বলে আমার বুকের মানিক ফোন কেটে দেয়।এ সময় কান্নাজড়িত কণ্ঠে নাজমুলের মা নার্গিস খাতুন আরো বলেন, ‘আমার ছেলের প্রাণভিক্ষা চাই। এই ছেলেটা আমাদের খুব যত্নের। এই ছেলের টাকায় আমাদের সংসার চলে। নাজমুলই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সরকারের কাছে আমাদের দাবি, ছেলেকে যেন সরকার আমার বুকে ফিরিয়ে দেয়।