বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) নাগেশ্বরী আউটলেট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এই প্রথম ব্যতিক্রম উদ্যোগ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন স্কুল পাড়ায়। স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্থায়নে নাগেশ্বরী আউটলেটের ম্যানেজার ইয়াকুব আলী ও মার্কেটিং অফিসার হাবিবুর রহমান সুমন শিক্ষা উপকরণ ( জ্যামেতি বক্স) গুলো নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
আজ রবিবার উপজেলার সমাজকল্যাণ বালিকা একাডেমি ও নাগেশ্বরী বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বালিকা একাডেমির প্রধান শিক্ষক মোছা বিলকিছ আরা খানম, নাগেশ্বরী বালিকা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ মাহাবুবুর রহমান, স্যোসাল ইসলামী ব্যাংক নাগেশ্বরী আউটলেটের ম্যানেজার মোঃ ইয়াকুব আলী, মার্কেটিং অফিসার হাবিবুর রহমান সুমন, সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক ওয়ালিউর রহমানসহ অনন্যরা।