মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও টিপটপ ডেকোরেটরের স্বত্ত্বাধিকারী সিদ্দিক হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। গত ১০ জুলাই বুধবার রাত ৯.১৫ মিনিটে পৌরসভার সাহেবপাড়া মহল্লার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পিতার নাম মৃত- কালা মিয়া। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন। তার স্ত্রী শবানা সিদ্দীক জানান, ‘তিনি বিগত ২ মাস থেকে ব্রেইন স্ট্রোক রোগে ভুগছিলেন। তিনি আরও জানান, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনকে আজ বৃহস্পতিবার পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে জাহানাবাদ (ফরিদ নগর) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করে পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্যে উপস্থিত থেকে বক্তৃতায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।