রাজবাড়ী প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির বিপরীতে দিনভর বিক্ষোভ মিছিলের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টার পর থেকে সরকারি দলের মহড়া ও নানা শ্লোগানে বড়পুল এলাকায় অন্য রকম পরিবেশ তৈরি হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে পুলিশের অবস্থান ছিল।
সরেজমিনে দেখা যায়, পূর্বনির্ধারিত সময়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বড়পুল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল।
এসময় বড়পুল এলাকায় অবস্থান করেন জেলা আ.লীগ সহসভাপতি ফকরুজ্জামান মুকুট, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল হাসান পিন্টু, জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উপস্থিতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।এবং দিনভর জেলা আওয়ামী লীগের কার্যালয় নেতা কর্মিদের আলোচনা করতে দেখা যায়।