মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩ টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ২ টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান পনির, জেলা পুলিশ লাইন্সের এএসআই লিটন মুন্সী।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে বহরপুর বাজারের বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে বাজারের মুহিন স্টোরকে ২ হাজার টাকা, একই অপরাধে বাজারের শাহেদ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।