এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আমরা পারি আমরা নারী।এই উপপাদ্যকে সামনে রেখে,(১৯ নভেম্বর)২০২২ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত।

পৃথিবী মনে রাখে না তুমি কি বলছো, তবে পৃথিবী মনে রাখে তুমি কি কাজ রেখে গেছো।

বছরে ৩৬৫ দিনের মধ্যে ও আলাদা করে, নারী উদ্যোক্তাদের জন্যই শুধু একটা দিন, ভাবতে অবাক লাগলে ও এটাই ঠিক।নারীদের উদ্যোগ নিয়ে পথ চলা শুরু, নারীরা এখন আগের তুলনায় বেশ উদ্যোগী।

একজন নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা কত যে কঠিন, তাই শুধু একজন নারী উদ্যোগ তাই বুঝবে।২০১৪ সালের নিউইয়র্কের জাতিসংঘের প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়, অনুষ্ঠানটি ১১৪ টি দেশের প্রচারিত হয়।

নারী শক্তি বা নারী ক্ষমতা ব্যাপক অর্থে একজন নারী স্বকীয়তা , নিজ এবং সর্বোপরি, স্বয়ং সম্পূর্ণতার বিকাশকে চিহ্নিত করে,কথাটি দিয়ে বোঝানো হয়েছে নারী স্বয়ং সম্পূর্ণ হওয়ার কোন বিকল্প নেই।

ফিরোজা বেগম চিনু বলেন, নারী ও পুরুষের সমতা ছাড়া দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সমাজে নারীদের অবস্থান সুসংহত হয় না।এজন্য নারীদের আত্মসম্মান বোধ বাড়ানো হবে।আন্তর্জাতিক নারীর উদ্যোতা দিবস উপলক্ষে সকল নারী উদ্যোক্তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,ফিরোজা বেগম চিনু, সাবেক মহিলা এমপি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটি পার্বত্য জেলা।