এ এম ফাহাদ (খাগড়াছ‌ড়ি):

বিভিন্ন রোগে অসুস্থ‌্য ভু‌মিহীন অসহায় দ‌রিদ্র গিতা চাকমার চিকিৎসার জন‌্য আ‌র্থিক সহায়তা প্রদান ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ইউ‌নিয়ন। ২১ন‌ভেম্বর সোমবার দুপু‌রের দি‌কে গিতা চাকমার বা‌ড়ি‌তে গি‌য়ে মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক এ এম ফাহাদ, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক এ অনুদান প্রদান ক‌রেন।

এ সময় মা‌টিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কা‌উন্সিলর আলাউ‌দ্দিন লিটন,৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শ‌হিদুল ইসলাম ( সোহাগ ) ও এলাকার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

স‌রেজ‌মি‌নে জানা যায়,গিতা চাকমা একজন ভু‌মিহীন অসহায় শুক্রধন চাকমার স্ত্রী। তি‌নি কিডনি, হার্ট এবং উচ্চ রক্তচাপ আক্রান্ত হ‌য়ে কছু দিন আ‌গে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি হন। অবস্থার অবন‌তি হ‌লে খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে (ম‌হিলা ওয়ার্ড-৪ ) স্থানান্ত‌রিত করা হয় ২ সন্তা‌নের জননী ৬সা‌সের অন্তঃসত্বা গিতা চাকমাকে ।

প‌রে অবস্থার অবন‌তি দে‌খে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করেন। কিন্তুু আ‌র্থিক অসচ্ছলতার কারণে নেওয়া সম্ভব হ‌চ্ছে না।

গীতা চাকমার স্বামী ভ‌ূমিহীন এক জন দিন মুজুর। দিন আ‌নে দিন খায় । অ‌ন্যের দেয়া দরজাবিহীন বেড়ার ঘ‌রে বাস ক‌রেন। টাকার অভা‌বে দুই ছে‌লের পড়ালেখা বন্ধ হ‌য়ে‌ছে। যে বয়‌সে ছে‌লেরা বিদ‌্যাল‌য়ে পড়‌লেখা নি‌য়ে ব‌্যস্ত থাকার কথা ‌,সে বয়‌সে মানু‌ষের বা‌ড়ি‌তে কাজ কর‌তে হ‌চ্ছে। এটাই কি নিয়‌তি। ভূ‌মিহীন দ‌রিদ্র শুক্রধন চাকমা স্ত্রীর সি‌কিৎসায় সহায় সম্বল যা ছিল সব শেষ ক‌রে‌ছে। এলাকার লোক জ‌ন সহ‌যো‌গিতা ক‌রে‌ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে। এখন সন্তান নি‌য়ে এখন প্রায় প‌থের ভিখারী।

এরই মা‌ঝে স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা কোনভা‌বেই সম্ভব নয়। তাই সমা‌জের বিত্তবান‌দের নিকট মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন কর‌ছেন গিতা চাকমার স্বামী শুক্রধন চাকমা। গীতা চাকমা মা‌টিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডস্ত আজম পাড়া (কান্ত কারবা‌রি পাড়া) গ্রা‌মের বা‌সিন্দা।
‌গিতা চাকমার স্বামী ব‌লেন, আমি একজন দিনমজুর মানুষ। আমার ২সন্তান আছে। সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের আমার সংসার চলে। আমার স্ত্রীর চি‌কিৎস‌্যার জন‌্য ২লাখ টাকার প্রয়োজন। যা আমার প‌ক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তার সুচিকিৎসার জন্য হৃদয়বান ব‌্যক্তি‌দের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানাচ্ছি।

মা‌টিরাঙ্গা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি তাজুল ইসলাম ব‌লেন, গিতার চা‌হিদার তুলনায় আমা‌দের অনুদান খুবই স্বল্প। সাধ‌্যমত আমরা সহ‌যো‌গিতার চেষ্টা ক‌রে‌ছি।
সক‌লের নিকট অনু‌রোধ রইল আপনারা‌ গিতা চাকমার সু চিকিৎসার জন‌্য নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন।

গিতা চাকমাকে সাহায্য পাঠানোর ঠিকানা শুক্রধন চাকমা,গিতা চাকমার স্বামী, পার্সোনাল বিকাশ/নগদ নাম্বার ০১৮২৫-৬৬৩৩৫৬।