সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী আয়োজন করা হয়েছে বৃক্ষমেলা। মেলায় বিভিন্ন স্টল সাজিয়ে বসে আছেন জেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা নার্সারি মালিকরা। বৃক্ষ মেলাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতা আর উদ্ভিদ প্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে পুরোও টাউন হল মাঠ। বৃক্ষমেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অতিথি থেকে শুরু করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মেলায় বিভিন্ন ক্রেতাদের চাহিদা অনুযায়ী স্টল গুলোতে সাজানো হয়েছে, আমগাছ, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফুল, ঔষধি গাছসহ দেশি-বিদেশি প্রায় ৩০০ প্রজাতির চারাগাছ। প্রতিনিয়ত ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী, সরকারি-বেসকারি কর্মকর্তা, ছোট-বড় ও শিক্ষক আসছেন মেলার প্রাঙ্গণে। বিক্রেতারা জানান, মাসের প্রথম দিক থেকে এখন ক্রেতার উপস্থিতি বেশি। ধীরে ধীরে মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বেড়ে চলছে। বর্তমানে ফুল, ফল আর বাড়ি সাজানোর চারাগাছ বেশি ক্রয় করছে ক্রেতারা। বৃক্ষ প্রেমীদের আগমনে খুশি নার্সারি সহ বিভিন্ন স্টল মালিকরা। একজন দর্শনার্থী দৈনিক স্বাধীন ভোরকে জানান,গাছ আমাদের পরম বন্ধু। গাছের মাধ্যমে যেমন আমরা অক্সিজেন গ্রহন করি তার পাশাপাশি গাছ আমাদের পরিবেশকে সুন্দর রাখে, আরেক জন দর্শনার্থী বলেন, বৃক্ষমেলায় পুরোও টাউন হল মাঠ সবুজ হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। এই ভাবে পুরোও কুমিল্লা সবুজ থাকলে যেমন দেখতে সুন্দর দেখা যাবে তেমন আমাদের উপকার ও হবে। বৃক্ষ মেলা বর্তমান বাংলাদেশের সমাজ জীবনে একটি প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিবছর একটি নিদিষ্ট সময়ে এ মেলাগুলো নিয়মিত অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন মনে করছেন, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থী ও শিক্ষকরা।