রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে ‍মূল্যায়ন,পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ৩০ জুলাই ( রবিবার) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটি ।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান । অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহা (সার্বিক) এর পরিচালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমীন ইয়াছমীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পচিালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু মাসুদ সিদ্দিকী

এসময় বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, মাছ আমাদের আমিষের প্রধান উৎস । এটা অন্য খাবারের তুলনায় সহজলভ্য । তাই দেশের সবাই কমবেশি খেতে পারে । আমাদের মৎস্য খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ।
আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয় ।