তাওহীদ,শিরক, সুন্নাত,ও বিদআতের পার্থক্যকারী এবং মুসলিম ঐক্যর প্রতিক ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ১৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজ শুক্রবার সন্ধ্যা হয়ে রাত দশটার পর্যন্ত চলে। মাহফিলের পরিচালনা করেন,জামিয়াতুল মুসলিমিন খানকায়ে ফুরফুরা মুহতামিম বিনোদন পুর হাফিজিয়া মাদ্রাসা আলহাজ্ব হাফেজ মাওলানা আলাউদ্দিন আল- আজাদ। মাহফিলে প্রধান মেহমান হয়ে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দীন, বরণ্য ইসলামি চিন্তাবিদ আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল- কুরাইশী,গদ্দিনশীন পীর ফুরফুরা শরীফ।বিশেষ মেহমান ছিলেন মুহাদ্দিস দারুসসালাম মাদ্রাসা মিরপুর ঢাকা আলহাজ্ব হযরত মওলানা মোঃ ইফাজউদ্দিন সহ স্থানীয় বক্তারা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু। প্রধান মেহমান হুজুরের বয়ানে ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং রাষ্ট্রিয় ব্যবস্থা তুলে ধরেন। হুজুর বলেন আল্লাহ তাআলা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবি হয়েই আসেনি। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রধান ছিলেন। তার আমলে কিভাবে রাষ্ট্র চালাতে হয় তিনি দেখিয়ে গেছেন। সব শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করে মাহফিলের সমাপ্তি করেন।