শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার পুরাতন জেলা সংলগ্ন বড় মসজিদের নিকট সুন্দরগঞ্জ মোড়ে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল বিপ্লব প্রামাণিক। ২৪ আগস্ট/২৩ আনুমানিক ভোর ৬:১৫ দিকে তিনি ঐ মোড়ে ডিউটি করাকালীন সময়, বালাসীঘাটের দিক হতে একটি ট্রাক বেপরোয়া গতিতে সুন্দরগঞ্জ অভিমুখে মোড় নিয়ে যাওয়ার সময়, ঐ মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিক কে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এতে ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিক এর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃতঃ আসমত আলীর পুত্র। ট্রাফিক পুলিশের কনস্টেবল মোঃ বিপ্লব প্রামানিক এর অকাল মৃত্যুতে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার (এস.পি) মোঃ কামাল হোসেন মহোদয় গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা জানায় ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।