মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর আমেরিকান ক্যাম্পে মহল্লাবাসীর উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রামপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের বাস টার্মিনাল দিনাজপুর সড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তোজাম্মেল হক, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম সাগর, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা সোহেল সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত বহস্পতিবার বিকেলে আমেরিকান ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাশেদা ও লাইলি বেগমকে মাদক কেনাবেচা বন্ধ করতে বলায় ভাড়াটিয়া বাহিনীর লোকজন রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম সাগর সহ দুই যুবলীগ সদস্যের উপর মাইক্রো বাসস্ট্যান্ডে হামলা চালায়। এসময় পুলিশকে সংবাদ দিলে এক অফিসারের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীরা বেদম মারপিট করে যুবলীগের নেতা-কর্মীকে আহত করে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।