মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

গত তিন দিনের টানা বৃষ্টিতে পার্বতীপুর শহর ও উপজেলার ১০ ইউনিয়নের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বিশেষ করে আজ রবিবার ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবিরাম বৃষ্টি হওয়ায় শহর ও গ্রামের কাঁচা-পাকা রাস্তাঘাট, ফসলী জমিসহ অসংখ্য গ্রামের মানুষের বাসা বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাট বাজার সমূহের রাস্তায় পানি জমে থাকায় কোন দোকানদার ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি। এর ফলে সাধারন মানুষও প্রয়োজনীয় বাজার সওদা করতে পারেননি। উপজেলার কোথাও কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিক্সা ও ভ্যান চালকেরাও রাস্তায় নামেনি। তারা সহ দিন মজুরদের আয় রোজগারও ছিল সম্পূর্ণরূপে বন্ধ।
কোথাও কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও উপজেলার হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ জানায়, হোসেনপুর যুগিপাড়া গ্রামে ৩৫টি বসত বাড়ির লোকজন পানি বন্দি থাকায় পাশের পাঁকা রাস্তা কেটে জমে থাকা পানি বের করে দিয়ে গ্রামবাসীর দুর্দশা লাঘব করা হয়। বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, আজ রাতভর পুণঃরায় বৃষ্টিপাত হলে তা বন্যায় রূপ নিতে পারে।