রাজবাড়ী জেলা ঃ

২৪ শে অক্টোবর মঙ্গলবার রাত আটটার সময়  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান,  রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের হোসনাবাদ এলাকায় সৈয়দ আলী মোল্লা (৫০) পিতা-মৃত খলিল মোল্লা এর বসত বাড়ীর ভিতর মোঃ তাওহিদ মোল্লা এর শয়ন কক্ষ হতে আসামীগণ হোসনাবাদ গ্রামের মোঃ তাওহিদ মোল্লা (২২), পিতা-মোঃ সৈয়দ আলী মোল্লা, মোঃ বিল্লাল হোসেন (২৫), পিতা-মোঃ কবির হোসেন মোল্লা,  আরজু প্রামানিক (২৬), পিতা-আব্দুল প্রামানিক, মোঃ লিটন মন্ডল (২৬) পিতা-শাহ আলম মন্ডল, মোঃ শামীম শেখ (২৪) পিতা-মোঃ ওসমান শেখ, ৬। মোঃ জুয়েল মোল্লা (২৫) পিতা-মোঃ হারুণ মোল্লা, সর্ব সাং-শ্রীপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় টাকা ও তাস দিয়ে জুয়া খেলার সময় জুয়ার আসর হতে নগদ ৪,৩৯০(চার হাজার তিনশত নব্বই) টাকা ও বিভিন্ন রংয়ের ০১পেটি বা বান্ডিল জুয়া খেলার তাস, জুয়া খেলার আসরে বসার একটি পুরাতন বিছানার চাদর এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি যথাক্রমে ০৪টি গ্যাস লাইট, ০৪টি সিপি বা কর্ক, ০২টি টাকা দ্বারা মোড়ানো ইয়াবা সেবনের পাইপ সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য সিডিএমএস যাচাই করে দেখা যায় যে, ধৃত আসামী শামীম এর বিরুদ্ধে পূর্বে ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।