মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

উত্তর জনপদ নওগাঁ, জেলার ১১টি উপজেলার মধ্যে আত্রাই উপজেলা অন্যতম আর ৮ টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। সময়ের পরিক্রমায় কালের স্বাক্ষী বহনকারী আত্রাই নদীর কোল ঘেষে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী হয়ে স্বগৌরবে বহমান আত্রাই উপজেলার অন্যতম একটি ইউনিয়ন আহসানগঞ্জ।

কালপরিক্রমায় ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

নামকরণ ও ইতিহাস : আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের জাতআমরুল গ্রাম।আর এই গ্রামে মোল্লা পরিবারের ইতিহাস আর ঐতিহ্য সেই ব্রিটিশ আমল থেকে জানা যায়। সুনামধন্য ব্যাক্তিত্ব মো.আহসান মোল্লার নামে আহসানগঞ্জ নামের সৃষ্টি। শুধু ইউনিয়নের নাম-ই নয় উপজেলার বেশ কয়েকটি ঐতিহ্যবাহি স্থান তাঁর নাম করনে হয়েছে যেমন,আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, আহসান উল্লাহ্ সরকারি উচ্চ বিদ্যালয়,আহসানগঞ্জ পোস্ট অফিস বিশেষ উল্লেখযোগ্য।

* নাম : ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ।

*আয়তন : ৩.২৫ বর্গ কিলোমিটিার।

*লোক সংখ্য : ২২৪৯৮ জন। (আদমশুমারী ২০১১)

* গ্রামের সংখ্যা : ২৪ টি

* মৌজার সংখ্যা : ১৪ টি

*নদী/ বিল- ৪টি, অন্যতম চান্দের বিল।

*হাট/বাজার সংখ্যা :হাট ৩টি / বাজার ৭ টি।(আহসানগঞ্জ হাট উত্তর বঙ্গের সবচেয়ে অন্যতম হাট)।

* উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/ অটোরিক্সা/ভ্যানগাড়ি।

* শিক্ষার হার : ৩৮% (২০০১ অনুযায়ী)।

*শিক্ষা প্রতিষ্ঠান :

সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১২ টি
উচ্চ বিদ্যালয় : ৫ টি (সরকারি ১টি)
মাদ্রাসা : ০২ টি
কলেজ : ৩টি

*পোস্ট অফিস : ১টি, ৩টি(শাখা)

*দায়িত্বরত চেয়ারম্যান : এস,এম মুঞ্জরুল আলম।

*গুরুত্বপূর্ণ ধার্মীয় স্থান : সিংসাড়া উঁচাগড় ঈদগাহ মাঠ ও পুকুর। (ইউনিয়নের প্রতিটি গ্রাম সহ পাশের উপজেলার ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায় করেন)।

*ঐতিহাসিক/পর্যটন স্থান : আহসানগঞ্জ হাট,যা সপ্তাহের বৃহস্পতিবার বসে এ হাট শুধু আহসানগঞ্জ ইউনিয়ন নয় আত্রাই উপজেলা নওগাঁ জেলা সহ দেশের অনেক এলাকার মানুষ এক নামে চেনে।জেলার পর্যটন শিল্পে এক মাত্র প্রাচীন আহসানগঞ্জ হাট ঐতিহ্য বহন করছে আবহমান কাল ধরে। ঐতিহ্যের মধ্যে আরো,
ইতিহাস আর ঐতিহ্য গাঁথা চান্দের বিল। ঐতিহ্যে ঘেরা চান্দের বিলে মধ্যে হিজল তলা নামক স্থান উল্লেখযোগ্য। সে স্থানের এখনো নানা রকম কল্পকাহিনি লোক মুখে শুনা যায়।

*ইউপি ভবণ স্থাপন কাল:(নতুন) ২০০৬।

*ইউনিয়ন ভূমি অফিস : ১টি

*৭১সালের মুক্তিযুদ্ধের বৌদ্ধভুমি : ১টি (সিংসাড়া) ।

* গ্রামসমূহের নাম ও ভোটার সংখ্যা :

আমরুল কসবা-৬৪০২ জন ( রায়পাড়া, রামচন্দ্রবাটী, পৌনঘইর, বলিয়াপাড়া, রামপুর, )

দাঁড়িয়াগাথী-১২১৭ জন।
ঘোষপাড়া-১৭৫৫ জন।
বেওলা-১২৬৩ জন।
ব্রজপুর-৫৪৩০ জন।
পারব্রজপুর-৩৩৮ জন।
চৌড়বাড়ী-১৬৭১ জন।
দমদমা-৮৫৫ জন।
দীঘা-৫১১৬ জন।
শুকটিঁগাছা-১৫৮৬ জন।
জাতআমরুল-৪০৫৫ জন।
কাজীপাড়া-৪৫২ জন।
খলিফাপাড়া-৪৪৭ জন।
নওদাপাড়া-৭৪১ জন।
রামচন্দ্রবাটি-১১৯৪ জন।
সিংসাড়া-১৫৯১ জন।
কুমঘাট-৬৩৯ জন।
ক্যাঁশবপাড়া-১১৪৫ জন।

*ইউনিয়ন পরিষদ জনবল

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয় পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর- ১জন।
৪) উদ্যোক্তা- ২ জন।
৫) ইউনিয়ন গ্রামপুলিশ –
১০ জন।

*উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব:মো.আহসান মোল্লা,মো.রেজা মোল্লা, দেওয়ান মো.ইউনুস আলী,মো.আশরাফ চৌধুরী।