আতিকুর, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ

ঝিনাইগাতীতে আগাছা নাশক বিষ প্রয়োগ করে আবাদী ক্ষেতের মাসকলাই গাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটে উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজারীকূড়া গ্রামের কৃষক।

নূর-ইসলাম জানান, তিনি ৫০শতাংশ জমিতে কিছুদিন আগে মাসকলাই বুনন করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বুননকৃত মাসকলাইয়ের গাছগুলো সবেমাত্র বড় হয়ে জমির সৌন্দর্য বৃদ্বির পাশাপাশি গাছে ফুল আসতে শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের অন্ধকারে ওই জমির আবাদী ফসল মাসকলাই গাছের উপর আগাছা নাশক বিষ ছিটিয়ে ক্ষেতের সমুদয় মাসকলাই গাছ মেরে ফেলেছে। জানাগেছে, ৫নভেম্বর রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের এ,টি,এম, মো; আরিফুল ইসলাম (আরিফ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের এরিয়া সেক্টর আরিফুল ইসলাম (আরিফ) এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা কৃষক নূর-ইসলামের ৫০শতাংশ জমির মাসকলাইয়ের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক নূর ইসলামকে বিনামূল্যে সরিষা বীজ দিয়েছি যাতে পুণরায় বুনন করে লোকসানের ঘাটতি পূরণ করতে পারে।