রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরফে রোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি দল।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
 রোমানের ছোট মামা ফরহাদ চৌধুরী বলেন, রোমান বাড়ির এলাকাতেই থাকে। দুপুর দেড়টার দিকে প্রথমে একটি মাইক্রোবাসে কিছু র‌্যাব আসে। রোমান তখন বাড়িতেই ছিল। দুপুরের খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এর কিছু সময় পরে র‌্যাবের পিকআপ আসে। বাড়িতে ঢুকে রোমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার পল্টনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। মামলায় প্রধান আসামী বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রোমানের প্রস্তুত হওয়ার জন্য প্রায় আধাঘণ্টা সময় দিয়েছে। শীতের কাপর সঙ্গে দেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে র‌্যাবের পিকআপটি বাড়ি থেকে বের হয়ে যায়।
 গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার। তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট রাজবাড়ী থানায় হস্তান্তর করা হবে।