মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা সংবাদদাতা:

দিনাজপুরের পার্বতীপুর প্রগতি সংঘের আলোকিত মঞ্চে সততা অপেরার পরিবেশনায় ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সফলভাবে মঞ্চস্থ হলো যাত্রা পালা ‘জননীর স্বপ্ন পূরণ’। সাধারণ দর্শকদের উপস্থিতিতে যাত্রা পালার উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, মবিদুল ইসলাম ও দীপেশ চন্দ্র সিংহ, বাবু প্রদীপ দত্ত, গোলাম রসুল মিন্টু, হুমায়ূন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা কালচারাল কর্মকর্তা মিনারা পারভীন (ডালিয়া)। পরিচালনায় ছিলেন প্রগতি সংঘের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী ও সহযোগিতায় পার্বতীপুর শিল্পকলা একাডেমী এবং নির্দেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনেকদিন পর পার্বতীপুরের মানুষ যাত্রাপালা উপভোগ করতে পেরে সবাই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের যাত্রাপালার আয়োজন তারা নিয়মিত করবার জন্য কতৃপক্ষের প্রতি এ প্রতিবেদকের মাধ্যমে অনুরোধ জানান।