রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০ শে নভেম্বর সোমবার সকাল নয়টায় জেলা মৎস্য অফিসে দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় রাজবাড়ী সদর উপজেলার আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশ জন মৎস্য খামারিদের এ প্রশিক্ষন দেওয়া হয়।

উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজি, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ ইয়াকুব আলী, প্রশিক্ষনার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা সহ আরও অনেকে।

প্রধান অতিথি মশিউর রহমান বলেন, আধুনিক মাছ চাষে আপনারা ব্যবসায় সফল হতে হলে প্রশিক্ষণ এর বিকল্প নেই। এখান থেকে প্রশিক্ষন নিয়ে সঠিক নিয়ম মেনে মাছ চাষে বেশি লাভবান হতে পারবেন।