রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝণ্টু। অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য সুশান্ত কুমার দাস। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরবান আলী খান, সম্পাদক মন্ডলীর সদস্য মওলা বক্স, গোলাম কাদের, জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ছলেমান আলী দলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মনিরুজ্জামান সালাম, সদস্য শফিকুল ইসলাম শফিক, তাপস দত্ত, শাহাদত হোসেন, সুকুমার মন্ডল, মাসুদ করিম, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ , জেলা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি সাহেব আলী রাজু। সভা পরিচালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রফিকুল ইসলাম রফিক ও জেলা যুব মৈত্রীর সভাপতি বিপ্লব রায়।
বক্তারা বলেন, রেজাউল করিম রেজা ছিলেন একজন সাহসী যোদ্ধা। রাজবাড়ী পার্টির জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। ছাত্র জীবন হতেই তিনি সাম্যবাদী ও সমাজতন্ত্রের লড়াইয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। সমাজের শোষিত মানুষের পক্ষে তিনি অকুতোভয় লড়াই করেছেন। তার অকাল মৃত্যুতে রাজবাড়ী জেলায় নেতৃত্বের অভাব ঘটেছে। আমরা তার চেতনা, আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। সমাজকে শোষনমুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে।
প্রসঙ্গত, রেজাউল করিম রেজা ২০২১ সালের ১৯ ডিসেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তখন তিনি জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।