মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে নৌকা মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ৭ বারের নির্বাচিত এমপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর বড় মেয়ে ফারহানা রহমান (মুক্তা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছোট মেয়ে ও ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফারজানা রহমান (শিমলা)। উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব নয়ন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আজহারুল ইসলাম পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তপন কুমার মহন্ত, তাঁতী লীগের আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ফারহানা রহমান মুক্তা বলেন, ‘সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা এবং ভবিষ্যতে দেশের আরও উন্নয়নের জন্য আমাদের বাবার পক্ষে শেখ হাসিনার নৌকার জন্য ভোট চাইছি আমরা দুই বোন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে আপনার স্বতস্ফুর্তভাবে নিজের ভোট প্রদান করবেন এটাই প্রত্যাশিত।’
বিশেষ করে সরকারের কয়েক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন তারা। ভবিষ্যতে সরকার আরও কি কি কাজ করবে সেটাও জানান এবং নির্বাচনী বৈতরণী পার হতে জনগণের ভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে বৈঠকে তুলে ধরেন তার দু’জনই।