মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

কু‌ড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের মোঃ মনির উদ্দিনের বা‌ড়ি থেকে বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার করা হয় এবং এসময় পাচারকারী এবং ক্রয় বিক্রয়ে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।

কচাকাটা থানা পু‌লিশ সুত্রে জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) ভোরে কচাকাটা থানা পুলিশ বিশেষ অভিযান চা‌লিয়ে বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের মনির উদ্দিনের বাড়ী থেকে তিন‌টি তক্ষক উদ্ধার করে এবং জড়িতদের ৫ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, নয়ানা গ্রামের মোরশেদ রহমান (৩২), বিষ্ণপুর গ্রামের কাশেম (৩৬), মোজাম্মেল (৪৮), রিয়াজুল ইসলাম (৪৫) ও বড় ছড়ারপার গ্রামের শাহ আলমকে (৪৫)।

কচাকাটা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) বিশ্বদেব রায় বলেন, উদ্ধারকৃত তক্ষকগুলো ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে আনা হয়েছে।
আসা‌মি‌দের বিরু‌দ্ধে বন‌্যপ্রা‌ণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করার ব‌্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার বলেন, অভিযানে উদ্ধারকৃত তক্ষকের একটির মুল্য আড়াই লক্ষ পর্যন্ত দর কষাকষি চলছিলো গ্রেফতারকৃতদের মধ্যে।
আটক ব্যক্তিদের নামে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ ও উদ্ধার করা তক্ষক ৩টি বন বিভাগের নিকট হস্তান্তরের করা হবে।

তিনি আরও বলেন কুড়িগ্রাম জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।