কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে চাকরির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেনের ঘরবাড়ি ও মোঃ রফিকুল ইসলামের দোকানপাঠ ভাঙচুর করছে দূর্বৃত্তরা।এসময় রফিকুল ইসলাম ও ফারুক হোসেনের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি করে।

শুক্রবার ১৮ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার হোলোখানা ইউনিয়নের লক্ষিকান্ত ঠগের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঠগের হাট গ্রামের লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান একই গ্রামের মোঃআইয়ুব আলীর ছেলে মোঃ ফারুক ইসলামের কাছ থেকে ৪র্থ শ্রেনির কর্মচারী পদে চাকুরী দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নেন।তিন বছর ধরে টাকা না দিয়ে টালবাহানা শুরু করে।ওই টাকা ফেরত চাওয়া নিয়ে গ্রামে একাধিক শালিস বৈঠক করা হয়।গতকাল আবার শালিস বসলে সমধান না করে আজাদ হোসেন বৈঠক থেকে উঠে নিজেকে মারধর করেছে বলে এলাকায় অভিযোগ তোলেন।এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ হোসেন শুক্রবার সকালে ভারাটে সন্ত্রাসী ডেকে রফিকুল ইসলামের দোকানপাঠ ও ফারুকের ঘরবাড়িতে হামলা চালায়।এ ঘটনা মোঃ ফারুক হোসেন ৯৯৯ ফোন দেয়।পুলিশ আসার আগে দূর্বৃত্তরা রফিকুল ও ফারুকের তিনটি বাড়ি আসবাবপত্রসহ আনুমানিক ৪০ লাখ ও নগদ অর্থ ১০ লাখ মোট ৫০ লাখ টাকার ক্ষতি করে পালিয়ে যায় । এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলাটি প্রক্রিয়াধীন।

প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, আমি জানি না।আমি নামাজে যাচ্ছি। যার সাথে এ ঘটনা তার সাথে (আজাদ মাস্টারের) সাথে সাথে কথা বলেন।

এ বিষয়ে আজাদ হোসেনকে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসে নাই।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।