মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো,ঠ ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, প্রভাত ফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে পার্বতীপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার সহ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, মডেল ও জিআরপি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার সাধারন মানুষজন। সকালে ছিলো প্রভাত ফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান (ফিজার), উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন (মোমিন), মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের মানুষজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলায় বিভিন্ন স্তরে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।