গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধিঃ

‘শেখ হাসিনার বারতা, নারী – পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা ডুমুরিয়া উপজেলায় এই প্রথম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষিত নারী উদ্যোক্তাগণের আয়োজনে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাসনা হেনা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এম.জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ এরশাদ।
আরোও উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ও নারী উদ্যোক্তা সাবরিনা ইয়াসমিন, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষিত নারী উদ্যোক্তাগণ।
মেলায় কমপক্ষে ১৫ জন নারী উদ্যোক্তা ৯ টি স্টল বসিয়েছেন । গ্লামার বিউটি পার্লার, রথিন ফুড কর্নার, পিঠা বরণ, মহামায়া বস্তুলয়, ফারদিন মিষ্টি মেলা, তানাজ ফ্যাশান হাউজ, নকশী গৃহ,
নারী উন্নয়ন মেলা ইউ কে নার্সারি।