এম এস শ্রাবণ মাহমুদ (স্টাফ রিপোর্টার)ঃ

শনিবার(২৪ ফেব্রুয়ারি) বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২ শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা হয় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হয় বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করে বুয়েট।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ, ঐ-দিন মডিউল ‘এ’ এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও মডিউল ‘বি’ এর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে।