নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধ

দীর্ঘ দশ বছর পর আগামী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। সভাপতি-সম্পাদকসহ কে কোন পদে যাচ্ছেন, কে হচ্ছেন সভাপতি সম্পাদক। দলীয় সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৫ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় জাহেদুর রহমানকে বিনা প্রতিদ্বদ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। সাধারন সম্পাদক পদে তিনজন প্রতিদ্বদ্বি থাকায় ভোট দেওয়া হয়। কাউন্সিলরদের ভোটে আনিছুর রহমান নির্বাচিত হন। এর মধ্যে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান হার্ট অ্যাটাকে মারা যান। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম। এদিকে গত ২০১৮ সালের ১১ এপ্রিল চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমানকে বহিস্কার করা হয়। সে পদে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানাকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় তারপর থেকেই তাদের নেতৃত্বেই চলে আসছে উপজেলা আওয়ামী লীগ। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জানা গেছে, পৌর শহরের মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে হবে এই সম্মেলন। সেখানে চলছে নানা প্রস্ততি। সম্মেলনের প্রবেশ পথে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। পাশাপাশি সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় কার্যালয়সহ ব্যক্তি অফিসে চলছে নেতা-কর্মীদের আনাগোনা। সকাল ১০টায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদ কে পাবেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বেশি আলোচনা চলছে। দুটি পদে প্রায় ১৫ জন আলোচনায় রয়েছেন। তাঁদের মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। এ ছাড়া আরও আলোচনায় রয়েছেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. ইউনুছ আলী, আ’লীগ নেতা নজিবুল্লাহ মজনু, শাহজাহান আলী, সাবেক শ্রমিকলীগ নেতা সরফুল হক উজ্জল, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হকসহ বেশ কয়েকজন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ‘হেভিওয়েট প্রার্থী দলের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। অন্যদের মধ্যে রয়েছেন পৌর আ’লীগের সাবেক সভাপতি ও মেয়র আনিছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তারিন জাহিদ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাবেক ছাত্রলীগের আহবায়ক আনন্দ কুমার হক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসানের নাম শোনা যাচ্ছে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন। জীবনের শেষ দিন পর্যন্ত দলের হয়ে কাজ করবেন। স্মরণকালের সেরা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দর করতে আমাদের প্রস্তুতি সম্পন্ন। সভাস্থলের নিরাপত্তা প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কয়েকস্তরের নিরাপত্তা থাকবে। যে কোন সংঘাত এড়াতে সমাবেশস্থল ছাড়াও পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।