মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), রুকশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব ও মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ প্রমুখ। পার্বতীপুর উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ এডিপি উন্নয়ন খাত প্রাক্কলিত মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে, পার্বতীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে এসব বাই-সাইকেল প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের আত্ম-নির্ভরশীল ও লেখাপাড়ায় ভালোভাবে মনোনিবেশ করে তুলতে এসব বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।