মোঃএনামুল হক,বিশেষ প্রতিনিধি :

ভারতে ২ (দুই) বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ১১ জন পুরুষ দুই জন নারী ও ২ জন বাংলাদেশী শিশু।
রবিরার (২৭ শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন, কক্সবাজার জেলার মো:শাহিন (২৭), গাজিপুর জেলার উজ্জল মিয়া (২২),পাবনা জেলার মোতালেব হোসেন (২৩),বগুড়া জেলার আশরাফ হোসেন (২৩), পটুয়াখালী জেলার সাইদুল ইসলাম (৩২), ময়মনসিংহ জেলার ফরহাদ হোসেন (৩২), নড়াইল জেলার ইকবল মোল্যা (৩৭), বাগেরহাট জেলার তাছলিমা খাতুন (২৩), একই জেলার তনি (৬) ও তার মেয়ে মুন্নি (৪),খুলনা জেলার লাখি বেগম (২৪),পাবনা জেলার রিপন মিয়া (২২), একই জেলার মিঠু সরদার (২৭), নোয়াখালী জেলার সোহেল মিয়া (২৩), যশোর জেলার উজ্জল কুমার (২০) ।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের আসায় সীমান্ত পথে ভারতে যায়। তাদের কাছে পাসপোর্ট ভিসা না থাকায় সেদেশের পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়।

এরপর ২(দুই) বছর জেল খেটে আজ তারা দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।