ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (৬ মে ২০২৪ইং) রাত ১২ টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (৮ মে)। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে তীব্র তাপদাহ উপেক্ষা করে, প্রার্থীরা নানা উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। সিরাজগঞ্জে প্রথম ধাপের নির্বাচনে ৩টি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি) ভোটগ্রহণ হবে। এবারের উপজেলা নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না সে কারণে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন সাধারণ ভোটাররা। এলাকার উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি করবেন সাধারণ জনগণ । সিরজগঞ্জ সদর উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ‌্যা ১৭১টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৪৮ জন, যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৬২৮ জন, মহিলা ভোটার ২ লাখ ২৭ হাজার ৬১৫ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছে ৫ জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন (আনারস), যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল (দোয়াত কলম), এস.এম.আহসান হাবীব (ঘোড়া), এস.এম.নাছিম রেজা নুর (মোটরসাইকেল), মো. নূরুল ইসলাম সজল (কাপ-পিরিচ) প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন (আনারস), যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল (দোয়াত কলম) এবং সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নুর (মোটরসাইকেল) এই ৩ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ভোটার ও সমর্থকেরা।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে জিহাদ আল ইসলাম জিহাদ (উড়োজাহাজ), মো. আকরাম হোসেন (তালা), মো. জামাত আলী মুন্সী (চশমা), মো. সাইফুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নুরুন্নাহার খানম (বৈদ্যুতিক পাখা), আফরিনা মায়া (প্রজাপতি), মোছা. নূরে ফতিমা (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।