মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

আজ বৃহস্পতিবার (১৬ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ১৩০ জন প্রিসাইডিং (ভোট গ্রহণ) কর্মকর্তা, ৭৮০ জন সহকারী প্রিসাইডিং (ভোট গ্রহণ) কর্মকর্তা ও ১ হাজার ৩০০ জন পোলিং অফিসার’কে দায়িত্ব পালনের জন্য  প্রশিক্ষণ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর আমিন, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম।