মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী সাতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।   সোমবার (২০ মে) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুরে অবস্থিত জেলা সুইমিং পুলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, জেলা ক্রীড়া কর্মকর্তা শাহীন সুলতান রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক।

সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সাঁতার ব্যায়ামের একটি বড় অংশ। শারীরিকভাবে সুস্থ থাকার পূর্বশর্তগুলোর মধ্যে তার অন্যতম। তাই নিয়মিত সাঁতারের ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করে যেতে হবে।