মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৪০ মন পেঁয়াজ-রসুন, ২৫-৩০ টি কবুতর ও একটি ঘর।

বৃহস্পতিবার (২৩ মে) আনুমানিক ভোর সাড়ে ৩ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের শাহাদাত হোসেন মাষ্টারের বাড়ীতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শাহাদাত হোসেন মাষ্টারের ছেলে স্কুল শিক্ষক সাজিদ হোসেন বলেন, ভোর সাড়ে ৩ টার দিকে বাড়ীর পেঁয়াজ-রসুন রাখার ঘরে হঠাৎ আগুন দেখতে পাই। চিৎকার করায় আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ফায়ার সার্ভিসের কোনো সদস্য ঘটনাস্থলে যায়নি। তিনি আরও বলেন, পূর্বের শত্রুতার জের ধরে আমাদের পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গভীর রাতে এই আগুন দেওয়া হয়েছে বলে আমি ধারণা করছি ।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়। এ অগ্নিসংযোগ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।