ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর আভিযানিক দল এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মে ) সকালে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের মোঃ আমিনুর রহমান ছেলে মোঃ পারভেজ ইসলাম (২২) ও ছোটখাতা গ্রামের মোঃ সোলেমান মন্ডল ছেলে মোঃ হৃদয় ইসলাম (২০) কে গ্ৰেফতার করে। এ সময়ে তাহাদের নিকট থেকে মাদক বহনকারী ভুট্টা বোঝাই ট্রাক তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন এবং নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ এর কোম্পানি অধিনায়ক‌ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।