বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের গেটে রাস্তায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তাঁদের ন্যায্য দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি এসএম রাশেদুল আখতার, সাধারণ সম্পাদক ফজলে
রাব্বী মণ্ডল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদল, আবু আক্কাস মণ্ডল,মিডিয়া বিষয়ক সম্পাদক রবীন্দ্র নাথ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা বেগম প্রমূখ।এমসয় বক্তারা বলেন, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিকে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সদয় কামনা করি। ১৩ তম গ্রেডের মূল বেতন বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা দিয়ে সংসার চলেনা। ১০ম গ্রেডের আওতায় আমরা পরিবার-পরিজনের ভরন পোষণ করে সংসার চালিয়ে
যেতে পারবো। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।