রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের বড় বাজার ও কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্য, জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের বড় বাজার ও কলেজ রোড এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে রাজবাড়ী শহরের কলেজ রোড এলাকার আক্কাস স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।