মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এসময় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সভায় ভিক্ষুকদের পুনর্বাসন সংক্রান্ত দায়িত্বরত বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। লজেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে জেলায় ভিক্ষুকের সংখ্যা ১২৩৮ জন।