মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘পার্বতীপুর পৌর মেয়রের অঙ্গীকার, রাখবো শহর পরিষ্কার’ এই শ্লোগাণকে ধারন করে-
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার আয়োজনে ও শ্যামল বাংলা গ্রীন (সবুজ) প্রকল্প, সিএইচসিপি, ল্যাম্ব এবং গ্রামবিকাশ কেন্দ্র-জিবিকে পার্বতীপুর, দিনাজপুর এর যৌথ সহযোগিতায় এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পার্বতীপুর পৌরসভা দ্বিতীয়বারের মত এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে। পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কাজে নেতৃত্ব দেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। আজ (০১ জুলাই) সোমবার সকাল ১০টায় পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন শেষে র‌্যালীতে নেতৃত্ব দেন পৌরসভার মেয়র নিজেই। অংশগ্রহণ করেন- ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত (নারী) কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠন। তারা সকলে মিলে মশক নিধনের স্প্রে-মেশিন, কাস্তে, বেলচা ও ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং সাথে ছিলো পৌরসভার একটি ট্রাক। অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছিলো ব্যানার, ফেস্টুন, লিফলেট ও নানা রঙ-বেরঙের কাগজের টুপি এবং পরনে সাদা রঙয়ের টি-শার্ট। শহরের পৌরসভা চত্ত্বর থেকে শুরু করে বাস টার্মিনাল, কেলোকা, পুরাতন বাজার, শহীদ ময়দান, স্টেশন চত্ত্বর, নতুন বাজার, সবজি বাজার, কাপড় মার্কেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের আশপাশের ঝোপ-ঝাড়, বাড়ি-ঘরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, শ্যামল বাংলা গ্রীন প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আবদুস সাত্তার ও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অভিযান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আমজাদ হোসেন বলেন, ‘সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। ময়লা-আবর্জনা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানান। এসময় তিনি আরও বলেন, শুধুমাত্র পৌরসভার উপর দায়িত্ব ছেড়ে দিলেই চলবে না- আসুন আমরা সবাই মিলে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, ডোবা-নালা এবং এদের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি ও সকলে মিলে সুস্থ্য থাকি।’