মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১,পোড়াবাড়ী এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশা (৩৬)কে ১৭ বছর ২ মাস পর গ্রেফতার করেছে র‌্যাব।

আসামী বাদশাকে গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।পরিশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১জুলাই-২০২৪(সোমবার) সকাল অনুমান ৭:৩০ ঘটিকায় র‍্যাব ১২,সিপিএসসি,বগুড়া ও র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী গাজীপুর এর যৌথ অভিযানে জিএমপি গাজীপুর এর কোনাবাড়ী থানাধীন জেলখানা রোড এর সামনে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাদশা(৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গ্রেফতার বাদশা বগুড়া ধুনট উপজেলাধীন গোপালপুর খাদুলি গ্রামের মৃত দেলবর খানের ছেলে।ধৃত আসামী গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে চাকুরী করতো।এছাড়াও আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিলেন।

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, ধৃত আসামী ২০০৭ সালে গাজীপুর গার্মেন্টস এ চাকুরী করার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন গোপালপুর খাদুলী এলাকার এক নারীর সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫/০২/২০০৭ইং তারিখে তার বাড়িতে নিয়ে আসার কথা বলে চান্দাইকোনা নামক একটি জায়গায় ভুট্টা ক্ষেতের মধ্যে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও মারপিট করে।ধর্ষণ শেষে আসামী ঐ স্থান ত্যাগ করে ও ভিকটিম স্থানীয়দের সহায়তায় তার নিজ বাড়িতে মায়ের কাছে চলে যান।এরপর ভিকটিম ০২/০৩/ ২০০৭ ধারা-২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনে-২০০৩) ৯ (১)বগুড়া জেলার শেরপুর থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।মামলা তদন্ত সাপেক্ষে আদালতে স্থানান্তরিত হলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ দীর্ঘ দিন বিচার প্রক্রিয়া শেষে এবং আসামী আদালতে হাজির না দেওয়ায় বিজ্ঞ আদালত ১৩/১১/২০১৯ ইং তারিখে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে।