আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মানুন কে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি -১শাখা বাংলাদেশ সচিবালয়,ঢাকা রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৫.২২-৫৮১স্মারকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ১লা জুলাই সোমবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন কে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যেহেতু, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫১(১) রাধা লঙ্ঘন করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সাদুল্লাপুরে সোলেনামা সম্পাদন করার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ও ডিক্রী প্রদান করায় পরিষদের স্বার্থহানি হওয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ)ধারা অনুযায়ী জেলা প্রশাসক, গাইবান্ধা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;

যেহেতু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে;

যেহেতু, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।