মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগনের জন্য ৩০ দিন মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন এর সভাপতিত্বে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে গ্রামপুলিশ বাহিনীর সদস্যগনের সাথে ভার্চুয়ালে কথা বলেন ও বক্তব্য রাখেন
প্রধান অতিথি হিসেবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মনোজ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মাসুম আলী বেগ। আরোও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ সাইহান ওলী উল্লাহ, ফাপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান। সদর উপজেলা সহকারী প্রোগ্রামা মাহমুদ সরকারের পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ও নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, শাখারিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমি, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।