মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বৈদ্যুতিক পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক মল্লিক (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪ টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের একটি ব্লকে এই ঘটনাটি ঘটেছে।

আব্দুর রাজ্জাক মল্লিক (৬৫) রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের হাতেম আলীর সন্তান। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের ভাই দেলোয়ার বলেন, আব্দুর রাজ্জাক একজন কৃষক। তার নিজের একটি ব্লক আছে৷ তিনি আর তার ছেলে ব্লকেই কাজ করছিলেন। তার ছেলে বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলে তিনি ব্লকেই থেকে যান। কিছুক্ষণ পরে তার এক প্রতিবেশী সেখানে গেলে দেখেন তিনি অস্বাভাবিক অবস্থায় নিচে পরে আছেন। ওই প্রতিবেশী সেখানে বিদ্যুতের উপস্থিতি বুঝতে পেরে লাঠি দিয়ে ফিউজ ভেঙে ফেলেন। তারপর লোকজনকে জানিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক কৃষককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।