ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা করেছে সুশীল সমাজ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ভুমি অফিসের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়।

সিরাজগঞ্জের সুশীল সমাজ ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা, সাংবাদিক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও সাংবাদিক দুলাল উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বলসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মিরা পদযাত্রায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য গত রবিবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ৭ দিনের মধ্যে চালু না হলে উত্তর-পশ্চিমাঞ্চলের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।