মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত
কর্মচারীদের হয়রানি বন্ধ ও চাকুরি নিয়মিত করণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি শরীয়তপুর জে়লা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকশ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।তাদের দাবী তাদের কোড নং ভিন্ন ভিন্ন করবে বলে গত কয়েক মাস হয়ে গেলেও তাদের দাবী ও ভিন্ন কোডগুলো বাস্তবায়িত না হওয়ায় আজ সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার নির্যাতিত-নিপীড়িত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। তাদের সকল দাবি যদি দ্রুত বাস্তবায়িত না হয়; তারা আরো কঠোর কর্মসুচি দিবে বলে জানান। শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন তাদের সাথে বৈষম্য আচারণ প্রত্যাহার করে দাবীগুলো দ্রুত মেনে নিবেন।এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী দেলোয়ার হোসেন, ডিজিএম নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, এজিএম (অর্থ) সেলিম হাসান, এজিএম ( আইটি) নাজমুল হাসান, জুনিয়র ইঞ্জিয়ার (আইট) নাঈমুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক “বিআরইবি-পিবিএস” একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ কর্মসূচি করছি আমরা।