মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে সরকারী প্রণোদনার কৃষকের মাঝে বিতরণের ইউরিয়া সার ও পাটবীজ ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পাট অফিসে নেয়ার পথে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে ১২ বস্তা ইউরিয়া সার ও ৪৫ কেজি পাটবীজ। স্থানীয়দের দাবী কৃষকদের মাঝে পুরোটাই বিতরণ না করে বিতরণ কাজ সম্পন্ন দেখিয়ে সরিয়ে ফেলা হচ্ছিলো এসব সার ও পাটবীজ। যদিও তারা বিতরণের হিসেব কাগজে কলমে দেখাতে পারেনি।
অনুসন্ধানে জানা যায়, ২০২৩/২৪ অর্থবছরে পাট অধিদপ্তরের আওতায় সরকারী প্রণোদনার ২৪ বস্তা ইউরিয়া সার ও ১০০ কেজি পাটবীজ বরাদ্দ পায় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ। এরমধ্যে ১২ বস্তা ইউরিয়া সার ও ৫৫ কেজি পাটবীজ বিতরণ সম্পন্ন হয় গত জুন মাসে। জুলাই ও আগষ্টে দেশের রাজনৈতিক অস্থিরতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের উপর বিরোধী পক্ষের হামলা, পরিষদে বসতে না দেয়া, নিরাপত্তা সহ নানা কারনে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরই মধ্যে পরিষদকে কুক্ষিগত করে চেয়ারম্যান রুহুল আমিনকে অপসারণে পরিষদে অনাস্থা আনার চেষ্টায় ব্যার্থ হয় একটি পক্ষ। ফলে প্রণোদনার অর্ধেকেই বিতরণ করতে পারেনি পরিষদ। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসন ও পাটবীজ দপ্তরে বিষয়টি অবগত করলে পাট ও পাটবীজ অফিস নিজস্ব তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিয়ে পরিষদ থেকে উপজেলা পাট অফিসে নেয়ার পথে গতকাল রোববার স্থানীয় জনতা আটক এসব করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রণোদনার মালামাল উপজেলা পাট ও পাটবীজ অফিসের উপসহকারী অভিজিৎ দাসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এক ধরনের মব জাষ্টিস ভুমিকা চলমান রয়েছে বলে জানান এলাকার সচেতন মহল। এ ঘটনায় আজ সোমবার মধ্যস্থতাভোগীর একটি অংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবীতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে।