মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরে তানভীর শেখ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের মামা আলম শেখ বাদী হয়ে বুধবার (১৩ নভেম্বর) ৯ জনের নাম উল্লেখ করে ও আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। এই হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানভীর শেখ রাজবাড়ী সদর উপজেলার পৌর অঞ্চলের বিনোদপুর গ্রামের বাবু শেখের ছেলে। তানভীর সদ্য নিষিদ্ধকৃত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শহরের বিনোদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকার মুন্নুর দোকান সংলগ্ন রাস্তার উপর এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে যায় তানভীরকে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের কাজ শেষ হলে বুধবার বিকেলে  তাকে দাফন করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, তানভীর হত্যাকান্ডে এজাহারভুক্ত আসামিদের মধ্যে কাজলকে বিকেলে বিনোদপুর এলাকা থেকে এবং রহিমকে সন্ধ্যায় শহরের বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টায় অভিযান চলমান রয়েছে।