বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আল-কুরআনের আলো সেরা প্রতিভার সন্ধানে’ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের আয়োজনে সাহাবাজ আহলে হাদিস জামে মসজিদ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম, পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আব্দুল্লাহিল জামান, সাবেক সাংসদ শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের পুত্র সাকিব সাদনান রাতিন। মধ্য সাহাবাজ তরুণ যুব সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, তরুণ যুব সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল প্রামাণিক, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার ১৭ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন সাতগিরী কাশফুল উলুম হাফেজিয়া
মাদরাসার ছাত্র আব্দুল্লাহ আল নোমান, দ্বিতীয় স্থান অর্জন করেন ওই মাদরাসার ছাত্র রাকিব মিয়া, তৃতীয় স্থান অর্জন করেন জানপাড় দারুস সালাম হাফেজিয়া মাদরাসার
ছাত্র আহসান হাবিব। এসময় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদেরকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান এবং প্রত্যেক প্রতিযোগিকে বই উপহার দেয়া হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।